কবিতা: তোমাকে পাওয়ার তীব্র ইচ্ছা
তোমাকে পাওয়ার তীব্র ইচ্ছা
কলমে : মীর অন্তর
তোমাকে পাওয়ার তীব্র ইচ্ছা,
হৃদয়ে যেন ঝড়ের নাচন,
প্রতি মুহূর্তে তোমার ছোঁয়া চাই,
তোমার প্রেমে ডুবিয়ে নিতে প্রাণ।
মনের গহীনে জাগায় নতুন বাসনা,
তোমার কণ্ঠের সুরে,প্রেমের গানে,
জীবনের পথ হয়ে ওঠে ফুলের বর্ণা।
তোমাকে পাবো বলে প্রতীক্ষা করি দিনরাত,
মন আঁকড়ে থাকে তোমারি মধুর স্মৃতির ছায়া।
তোমার স্পর্শের আশায়, হৃদয় থাকে ব্যাকুল,
তোমারি কথা ভেবে বয়ে যায় প্রহর অনন্তকাল।
তীব্র ইচ্ছা হৃদয়ে যযখন জ্বলে অগ্নিশিখা,
তখন স্বপ্নজালে বন্দী এই মন, তোমারই প্রত্যাশায় বাঁচে।
প্রতিটি স্বপ্নে যখন তোমার মুখ দেখি,
তোমার সঙ্গেই কাটাতে চাই জীবনের প্রতিটি প্রহর।
তোমার হাতে হাত রেখে,
চাই কাটাতে সারা জীবন,
প্রতিটি ধাপে তুমি থাকবে পাশে,
এই আশায় হৃদয় গড়বে ভালোবাসার মঞ্জিল।
তোমাকে পাওয়ার তীব্র ইচ্ছা,
অন্তরের কোণে জ্বালায় দীপ,
তোমার প্রেমের আলোয়,
জীবন হবে অনন্ত প্রেমের উৎসব।
No comments