কবিতা-কোথায় স্বাধীনতা।
তোমরা আমাকে স্বাধীন বলো
কোথায় আমি স্বাধীন।
আজকে আমি আন্দোলনে পুড়ছে আমার সবই।
দেখো রাজ্য জুড়ে জ্বলছে আগুন
ঘরে বসে রাজা;
দেখো টিএসসি শাহবাগে কত রক্ত ঝরা "
দেখো আজকে আমি অধিকার চেয়ে
মরলাম তোমার হাতে;
তোমরা আমায় স্বাধীন বলো,
কোথায় আমি স্বাধীন!
স্বাধীন দেশে থাকে নাকো একক রাহাজানি-
স্বাধীন দেশে থাকবে কেনো মৃত্যুর আহাজারি।
আমি সাঈদ কবর থেকে-
বলছি শুনে রেখো;
আমার নামটি এপিটাফে স্বাধীন বলে লেখো।
ঢাকা আমার প্রাণের শহর স্বপ্নের ক্যাম্পাস;
সেইখানে তে পরে আছে আমার বোনের লাশ।
আজকে বন্দুক হাতে তুমি আমার
ঝলসে দিলে বুক;
তুমিই বলো স্বাধীন আমি
কোথায় স্বাধীনতা-
তুমিই বলো স্বাধীন আমি
কোথায় স্বাধীনতা।
কোথায় স্বাধীনতা।
আদনান সোহাগ।
No comments