জানো প্রিয়,
জানো প্রিয়,
অতি প্রিয়রা কুয়াশার মতো হয়,
ওদের দেখা যায়, ধরা যায় না।
কাছে গেলে দূরে সরে যায়,
মুহুর্তেই কোথায় মিলিয়ে যায়!
জানো প্রিয়,
অনেক অভিমান নিয়ে যারা হারায়
তারা যে ফিরে না কখনো আবার।
তাই তুমি কখনো হইয়ো না
অনেক অভিমান আমার!
যদি ভাবো হারিয়ে ফিরে পাবে আবার!
সত্যি বলছি, হারিয়ে খুঁজলে
কখনো খুঁজে পাবে না আর।
ধোঁয়াশা হয়ে কেটে যাবো বাকি অন্তকাল!
জানো প্রিয়,
অনেক স্মৃতি সুখ বয় না প্রতিবার!
স্মৃতির বোঝা বইতে হয় আজীবনভর।
সে যে এক কেমন যন্ত্রনা!
তাহার বর্ণনা নেইকো আমার জানা!
তাই তো আমি চাই না তুমি আমার
অনেক স্মৃতিতে বিরাজ করো কখনো আর,
যে বোঝা বইবার মতো শক্তি নেই যে আমার।
স্মৃতি নিয়ে বেঁচে থাকাটা যে মৃ'ত্যু সমান!
জানো প্রিয়,
অধিক প্রেম সয় না কারো আবার,
হৃদয় ভেঙ্গে হয়ে যায় চুরমার!
চোখের জলে ভেসে যায় সব আশা,
অধিক আশায় হতে হয় নিরাশা!
তাই অধিক প্রেম চাইনা কখনো আমার,
যে প্রেমে হৃদয় ভেঙ্গে হয়ে যাবে খান-খান!
তুমি নাহয় একটুখানি যত্ন নিও,
মন-পিঞ্জিরায় অল্প একটু জায়গা দিও!
"বিলাপ"
~ রোজিনা আক্তার (বৃষ্টি)
No comments