আমি আমাকে হারাতে চাই না
আমারও ভীষণ ভয় হয়,
না তোমাকে হারানোর ভয় নয়।
আমার নিজেকে হারিয়ে ফেলার ভয়।
তোমাকে তো আমি পাইনি কখনো,
হারাবো কি করে তবে বলো?
কি হবে তখন, তুমি তো কোনদিনই আমাকে ফেরত দিবে না আমার কাছে।
আমি নিজেকে কখনোই হারাতে চাই না।
তুমি আমাকে ভেঙ্গে চুরমার করে দিবে,
কোনদিন তো ভালোবাসোনি কাউকে।
শুধু ছলনা করেছো,বুঝোইনি ভালোবাসা কতটা পবিত্র হয়!
তুমি তো শুধু ভালোবাসার আড়ালে অন্যকিছু খোঁজো।
কখনো যদি সময় পাও,তবে একবার ভালোবেসে দেখো।
না না শুধু ভালোবাসি মুখে বলা নয়,মন থেকে, হৃদয় থেকে ভালোবেসো।
দেখবে জীবনটা কতটা সুন্দর হয়ে উঠে তোমার।
কি ভাবছো,ছলনার ভালোবাসায় ভালো লাগে বেশি?
সেটা সাময়িক, ছলনার ভালোবাসায় থাকে অভিনয়, মিথ্যে।
কিন্তু সত্যিকারের ভালোবাসায় অভিনয় বা মিথ্যে থাকে না।
তাই মানসিক প্রশান্তি মেলে,ওখানে হারানোর ভয় থাকে, আর পাওয়ার তৃপ্তিও থাকে আর থাকে অনেক বেশি মায়া।
ছলনার ভালোবাসায় কষ্ট থাকে,যন্ত্রণা থাকে আর থাকে অভিশাপ।
না না যে তোমাকে ভালোবাসে সে কখনো অভিশাপ দেয় না।
অভিশাপ দেয় প্রকৃতি আপনা থেকেই,কারণ তুমি তো ইচ্ছে করে ঠকাচ্ছো।
যে তোমাকে ভালোবাসে সে চাই তুমি সারাজীবন ভালো থাকো,কোন কষ্ট তোমাকে স্পর্শ না করুক।
কিন্তু নিয়তি! নিয়তি আদৌ ছেড়ে দেয় কাউকে?
আমি তোমাকে বলবো না ভালোবাসো আমায়,
আমি আর তোমার ভালোবাসা চাই না।
আমি আমাতে ভালো থাকতে চাই।
আমি আমাকে হারাতে চাই না, একদম না।
No comments