কবিতা,অসহায় বাংলাদেশ
কেমন আছো বাংলাদেশ?
যুদ্ধ বিধ্বস্ত দেশ যেমন থাকে তেমন!
নাহ মিথ্যে বলছো ভীষণ।
এখানে রক্তের স্রোতে দাঁড়িয়ে মানুষ খুঁজে সান্ত্বনা,
টাকার নোটে মুছে ফেলে জাতি চোখের নোনা কান্না।
এখানে সময় গত হলে ভুলে যায় সব পুরোনো ক্ষতো,
এখানে অমানুষ সব দেখতে অবিকল মানুষের মতো।
চুপ কর সস্তা কবি এত সহজ করে বলতে নেই সত্য সবই,
না হলে তুমি হয়ে যাবে দেয়ালে টাঙ্গানো ফ্রেমে বন্দী ছবি।
আচ্ছা বুঝেছি এবার লিখবো না আর সত্য কথায় কবিতা,
যা খাবে খাচ্ছে অনুর্বর মগজ হলে হোক তা যা ইচ্ছে তা।
এখানে মানুষ ডুবে থাকে নারীর শরীরের মানচিত্রের ভেতর,
এখানে সস্তা ইস্যুতেই থাকে বহু লোক সারাদিন কোলাহল মুখর।
এখানে সবাই জানে কায়দা করে বেঁচে থাকার মূলমন্ত্র,
ছিঃ ছিঃ এদের মানবিক মানুষ নয় বলো সব হলো যন্ত্র।
এখানে রক্তের দাগ মুছে যায় ভুলে থাকে মানুষ হয়ে বোবা পাখি,
এখানে ভালো মানুষেরা যে যার মতো মন্দেরা সব করে মাখামাখি।
এখানে ন্যায়ের চেয়ে দল বড় ক্ষমতার পিপাসায় তৃষ্ণার্ত দেশ,
ভালো আছি এইতো বেশ আমার নাম হলো অসহায় বাংলাদেশ।
অসহায় বাংলাদেশ
জহিরুল ইসলাম
No comments