শ্যামলা মেয়ে
শ্যামলা বর্ণের ঐ শান্ত মেয়ে,
হারিয়ে গেছি তোমার মুখপানে চেয়ে।
তোমার ঐ আটপৌরে চেহারায়,
বেঁধে দিয়েছো আমায় তোমার মায়ায়।
তোমার ঐ শান্ত স্বভাব,
রাখেনি তোমার মাঝে কোন অভাব।
সত্যের সৌন্দর্যে তুমি থাকো উজ্জ্বল সদা,
তোমার মনে নাই কোন কাঁদা।
তোমার ঐ হরিণ কালো চোখে,
আমি ডুবে থাকি মায়ার সাগরে।
তোমার ঐ বোকা বোকা কথায়,
আমি যেন আমার সবটা হারাই।
তোমার ঐ ঘন মেঘকালো কেশে,
যখন গুঁজে রাখো বুনোফুল।
আমি ভুলে যাই তোমার সব বোকা ভুল।
আমি চাই তুমি আবারও করো সেই মিষ্টি ভুল।
আমি তো চাই করে খুব,
এভাবেই সারাজীবন থেকে চুপ!
তোমার কথা শুনি শুধু,
তোমার ঐ কথা শোনায় আমার কাছে মধু।
শ্যামলা মেয়ে
লেখায়:শারমিন আক্তার
No comments