Breaking News

রাতের আঁধারে শহরটা যেন

 



রাতের আঁধারে শহরটা যেন আরও নির্জন হয়ে উঠেছে। মনের মধ্যে হাজারো সমস্যা নিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি। মনে হচ্ছে কোনো পথই যেন খুঁজে পাচ্ছি না। এক কোণে ফুটপাথের বেঞ্চটায় বসে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম। মাথার ওপর দিয়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। হালকা বৃষ্টির শীতল স্পর্শে মনটা একটু প্রশান্ত হলো।

হঠাৎ করে চোখ গেল রাস্তার অন্যপাশে। ফুটপাথের উপর ছোট ছোট ছেলেমেয়েরা নীল পলিথিন দিয়ে বৃষ্টির হাত থেকে বাঁচার চেষ্টা করছে। তাদের সেই প্রচেষ্টা আমার মনে গভীর প্রভাব ফেলল। সমস্যার সমাধান না পেলেও, তারা থেমে নেই। তাদের সংগ্রাম যেন আমাকে নিজের জীবনের সংগ্রামের কথা মনে করিয়ে দিলো।
কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি মুষলধারে নামতে শুরু করলো। পলিথিন তাদের আর কোনো কাজেই আসছে না। শিশুরা একে একে বেরিয়ে এলো, বৃষ্টিতে ভিজতে লাগলো আনন্দের সাথে। তাদের সেই উল্লাসমুখর মুহূর্ত দেখে হঠাৎ করেই আমার মনে হলো, কোনো সমস্যা সমাধান করার জন্য হাজার চেষ্টা করার পরেও যদি সমাধান না মেলে, তবে বুঝতে হবে যে সৃষ্টিকর্তা সেই সমস্যার মধ্যেই কোনো আনন্দ লুকিয়ে রেখেছেন। আল্লাহ যখন চাইবেন, তখনই তিনি সেই সমস্যার সমাধান দেবেন।
এই ভাবনাটা আমাকে এক অদ্ভুত শান্তি দিলো। আমি আকাশের দিকে তাকিয়ে হাসলাম। বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে শুরু করলাম। সেই শিশুগুলোর সাথে আমিও ভিজতে লাগলাম। তাদের হাসি, খেলা আর আনন্দে মেতে উঠলাম।
বৃষ্টির ঝাপটা গায়ে মাখতে মাখতে আমার মনের সব ভার কমে গেল। জীবনের সমস্যা না সমাধান হলেও, সেই মুহূর্তের আনন্দটাই আসল। আমি বৃষ্টিতে ভিজলাম, হাসলাম, সেই শিশুগুলোর সাথে মিলে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেলাম। বুঝলাম, সমস্যার মাঝেও সুখ খুঁজে পাওয়া যায়। সেই রাতের বৃষ্টিতে ভিজে আমার জীবনটা যেন নতুন করে রঙিন হয়ে উঠলো।
নুসরাত জাহান

No comments