Breaking News

"মনে করবে আমায়?"

 



যদি আর কখনও ফিরে না আসি

যদি আর কখনও পাশে না বসি
যদি আর কখনও না হয় দেখা
পড়বে কি মনে তখন আমার কথা?
যদি একসাথে আর না গাই গান
যদি নদীর ঢেউয়ে ভেসে যায় বান
যদি আঁখিতে আঁখিতে না হয় চাওয়া
ফুরিয়ে যাবে কি তোমার সকল পাওয়া?
যদি আর কখনও ছুৃঁয়ে দেখা না হয়
যদি আর কখনও কাছে আসা না হয়
যদি না হয় আর হৃদয়ের মিলন
তবে কি দেখবে তুমি শূন্য ভুবন?
যদি না হয় আর চিঠিতে লেখা
যদি না হয় আর কবিতা শেখা
যদি না হয় আর গল্প আলাপ
করবে কি তখন তুমি দুখের বিলাপ?
যদি না হয় আর বৃষ্টিতে ভেজা
যদি না হয় আর তোমাকে খোঁজা
যদি কখনও হয়ে যাই মেঘের আড়াল
তখন কি থাকবে তোমার সেই সাজানো সকাল?
"মনে করবে আমায়?"
(রীমা সাথী)

No comments