শিরোনাম : আবু সাঈদ, তুমি
আবু সাঈদ, তুমি যে আজ,
বিদ্রোহীর রূপকথা।
তোমার চোখে জ্বলে আগুন,
স্বাধীনতার বারতা।
তোমার কণ্ঠ গর্জে ওঠে,
ন্যায়ের দাবী ক'রে।
অন্যায়ের শৃঙ্খল ভাঙতে,
রক্তে শপথ ধরে।
তোমার হাতে সত্যের মশাল,
অন্ধকারে জ্বলে।
জালিমের বুক কাঁপে আজ,
তোমার সাহসে ভ'লে।
আবু সাঈদ, তুমি যে প্রাণ,
অন্যায়ের বিরুদ্ধে।
তোমার ডাকে কাঁপছে আজ,
অভিশপ্ত এই মর্ত্যে।
নেমে এসো, জনতার মাঝে,
জাগাও মুক্তি বারতা।
আবু সাঈদ, তুমি যে আজ,
বিদ্রোহীর সংবিধান।
তোমার চোখে, তোমার হাতে,
জাগুক স্বাধীনতা।
শাসকেরা কাঁপুক ভয়ে,
তোমার বীরত্বে, বুকে।
আবু সাঈদ, তোমার পথ,
হোক বিজয়ের পথ।
স্বাধীনতা, ন্যায়ের দাবী,
তুমিই দাও শপথ।
শিরোনাম : আবু সাঈদ, তুমি
কলমে : মীর অন্তর
No comments