রক্তাক্ত জুলাই শামসুল আলম
রক্তাক্ত জুলাই
শামসুল আলম
অগ্নিঝরা দুচোখ আজ
দেখেছে বিশ্বটা
অস্ত্রের সামনে নির্ভীক
আবু সাইদের বুকটা।
পানি হাতে আজ ছুটছে
দেখ বীর সেনা মুগ্ধ,
ছাত্র সমাজ করছে দেখ
অন্যায়ের সাথে যুদ্ধ।
আসিফ,রাফি,ওয়াসিম
জাহিদ,দীপ্ত,আদনান
হয়েছে শহীদ উড়িয়ে
বিজয়ের জয় নিশান।
দুখিনী মা চেয়ে আছে আজও
দূর আকাশের পানে
বিজয় নিয়ে ফিরবে সন্তান
এইটুকু সে জানে।
শহীদ হয়ে ফিরেছে ছেলে
দুখিনী মায়ের কোলে।
ভিজেছে মায়ের নয়ন দুখানি
অশ্রু সিক্ত জলে।
জাতিতো দেখেছে সবই
কি দিয়ে জাতিকে ভুলাই,
ভাইয়ের রক্ত দিয়ে লিখা
এ রক্তাক্ত মাস জুলাই।
No comments