Breaking News

 



পৃথিবীতে কেউ কারও নয়

শেখ শাখাওয়াত আলী

এই পৃথিবীর মায়া ছেড়ে
একদিন যেতে হবে,
খালি হাতে এসেছিলে,
খালি হাতেই যাবে।
সেদিন তোমার প্রিয়জন
হয়ে যাবে পর,
পড়ে রবে ধন সম্পত্তি
সাধের বাড়ি ঘর।
মায়ার বাঁধন ছিন্ন করে
ফিরে যেতে হবে।
খালি হাতে এসেছিলে
খালি হাতেই যাবে।
দুদিনের এই মায়ার ভবে
কেউ কারও নয়,
ভালোবাসার ভান করে
করে অভিনয়।
হৃদয় ভরে ডাকো তারে
যে পার করে দেবে।
খালি হাতে এসেছিলে
খালি হাতেই যাবে।

বাংলাদেশের বন্যার বর্তমান অবস্থা নিয়ে কবিতা বন্যা

No comments