কবিতা:বন্যা
২০২৪ এর বিশাল অর্জন
স্বৈরাচারী শাসনের পতন ।
নতুন আঙ্গিকে এখন
দেশ গড়ার নতুন উদ্দীপন।
এসময় হটাৎ
জীবন উলট পালট হওয়া,
প্রলয়ঙ্করী এক বন্যা,
এলো কোথা হতে আচমকা।
মাঠ ঘাট পথ প্রান্তর
জল থৈ থৈ নিমজ্জিত
বাংলাদেশের পূর্বাঞ্চল।
আগে থেকে ছিল না
বন্যার কোন আভাস,
আসেনি কোন সতর্কের পূর্বাভাস।
অন্ধকার সুমসাম, গভীর রাত,
নিদ্রারত ছিল সবাই ।
ভোরের আগেই, রাতারাতি,
ঘরবাড়ী, আসবাব পত্র
হলো ছিন্নভিন্ন।
ডুবে গেলো কত ভূমি
ভয়ঙ্করী জলোচ্ছ্বাসের নির্মমতায়।
মাথা গোজার ছোট একটি ঘর
তাও ছিনিয়ে নিলো বন্যার জল।
অসহায়, লাখ লাখ লোক জন
খড় কুটোর মতো ভাসছে জীবন।
ভাসছে গবাদি পশু, নিষ্পাপ শিশু।
জীবন নিয়ে, একি ছিনিমিনি খেলা,
হে বিধাতা।
অকস্মাৎ, কিসের অভিশাপে
এই দুর্যোগের ঘনঘটা।
হায় আল্লাহ, হায় আল্লাহ
দাও পরিত্রাণ, বাচাও লাখো
অমূল্য মানব প্রাণ।
পাশের দেশে থাকে কারা !
এত বিশাল বড় হয়েও ওরা,
ক্ষতবিক্ষত ক্ষুদ্র প্রতিবেশী একটি
বাংলাদেশের প্রতি,
নেই কোন মায়া দয়া
এতটুকু সৌহার্দ, একটু মানবতা।
অগ্রিম কোন বার্তা না পাঠিয়ে,
চুপি চুপি রাতের আধারে,
ভারত দিলে খুলে
ত্রিপুরার গোমতী নদীর ডাম্বুর বাঁধ।
এর ধ্বংসাত্মক প্রভাব
কতখানি ক্ষতিকর বাংলাদেশে,
জানে তারা বেশ ভালো করে।
বন্যার উত্তাল স্রোত তর্জন গরজনে
ঝাঁপিয়ে পড়ে ভাসিয়ে দিলো
প্রায় ৫০ লাখ অসহায় মানুষের
বাড়ি ঘর আশ্রয় সম্বল।
ভারতের
এত হিংসা, এত জিঘাংসা, কিসের তরে?
কেন এত রেষারেষি , ক্ষমতার দর কষাকষি
অসমান শক্তির সাথে কেন এত অহেতুক দ্বন্দ্ব
মিলমিশ করে থাকা কি অসম্ভব, অসাধ্য ?
ভারতীয় শাসক গোষ্ঠী, দেখছ বুঝি,
আনন্দে, রঙ্গিন টিভির পর্দায়
বসার ঘরে বসে আরাম কেদারায়,
পূর্ব বাংলার ১১টি জেলার মানুষের
ভয়ঙ্কর ভাসমান
মরণ বাচন জীবনের সংগ্রাম।
বিবেকহীন চিত্তে, প্রতিশোধের আনন্দে
ভাবছো ক্ষণে ক্ষণে
ভৃত্যের মতো তোষামোদি না করিলে
কি শাস্তি দিতে হয় বাংলাদেশিদের
ভালো করেই তা জানা আছে তোমাদের।
তোমাদের সাথে আছে
পা চাটা শেখ হাসিনা,
ও তো তোমাদেরই কেনা,
তোমাদেরই বাধা চাকর।
নিজ দেশ থেকে বিতাড়িত,
পলাতক, বাংলার বিশ্বাসঘাতক,
মীরজাফর।
সে ও আজ হাসছে মোদীর সাথে,
প্রতিশোধের পৈশাচিক হাসি।
প্রতিহিংসার আগুনে সে
উম্মাদ নাচ নাচে ।
কেন পৃথিবীটা এতো অসুন্দর,
কেন খারাপের ক্ষমতার ত্রাসে
নিষ্পেষিত প্রাণ, কাঁপে নিরন্তর।
ভালবাসাহীন এই পৃথিবী
হাহাকার চারিদিক, জীবন মূল্যহীন,
পিঁপড়ের মতো বেচে থাকা,
ধুঁকে ধুঁকে।
---- নীলুফার হাসান
No comments