Breaking News

 বিজয় হোক||



মুহাম্মদ মিজানুর রহমান খান
এখনো ময়দান উর্বর খুব নব স্বপ্ন আশায়
ফুল ফুটিবে ফলও ধরিবে যুদ্ধ সাধনায়।
যদি হাত না থাকে, মুখ তো আছে
যদি মুখ না থাকে, কন্ঠ তো আছে।
যদি কন্ঠ না থাকে, কলম তো আছে
যদি কলম না থাকে, তুলি তো আছে।
যদি তুলি না থাকে, (ফিকির) পরিকল্পনা তো আছে
যদি পরিকল্পনা না থাকে, দান তো আছে।
যদি দান না থাকে, দোয়া তো আছে
যদি সরবে না থাক, নিরব তো আছে।
আছে বন্ধু কিছু না কিছু
ছুট চল তার পিছু পিছু।
তুলে দাও নাম সত্য খাতায়
বরেণ্যরা অমর যেথায়।
চির জীনব কেউ না রবে
আগে পরে মরতে হবে।
মউত আসুক বীরের বেশে
সত্য ন্যায়ে ভালোবেসে।
বিপ্লবীদের বিজয় হোক এই প্রত্যাশায়
ধ্যানে প্রেমে দ্রোহে মন মোর পড়ে রয়।

No comments