আমি কোনো আগন্তুক নই
আমি কোনো আগন্তুক নই
তোমার চিরচেনা কোনো একজন।
ভালবাসতে চাই তোমাকে
দেখতে চাই তোমার হৃদয়ের রং
শুনতে চাই তোমার হৃদস্পন্দন।
গোধূলি বেলায় হাটতে চাই দু-এক পা
দক্ষিনা হাওয়া হয়ে উড়াতে চাই তোমার
এলোমেলো কালো চুল।
ভোরবেলার সূর্যের সোনালী কিরণ হয়ে
ঘুম ভাঙাতে চাই।
ঘুম ভাঙা সকালে শুনতে চাই তোমার
মুখে ভালবাসার গল্প।
হারাতে চাই তোমার চোখে প্রতি সকাল-সন্ধ্যায়।
পালতোলা নৌকা হয়ে তোমার মনের নদীতে
ভেসে বেড়াতে চাই সারাবেলা।
বসন্তের কৃষ্ণচূড়া হয়ে সাজাতে চাই তোমার হৃদয়ের গভীর অরণ্য।
জ্বালাতে চাই তোমার হৃদয়ে পবিত্র প্রেমের
হোমশিখা।
হয়নি!হয়নি যে কোনো কিছু।
তোমার কাছে আমি যে এক আগন্তুক।
অচিনপুরের খুব অচেনা এক মানুষ।
তবুও ভালবাসতে চাই তোমাকে বেলা-অবেলায়।
No comments