কলমেঃসোহাগ দাসআমার একটা বোন আছে একটু একটু হাসেসেই বোনটা আমায় যেবড্ড ভালোবাসে।একটু খানি বকা দিলে অভিমান করে, আবার সে কথা কয় কিছুক্ষন পরে। সেই বোনটা সারাক্ষন থাকতো হৃদয় জুড়ে,সেই বোনটার বিয়ে হয়েছে এখন থাকে দূরে।
No comments