Breaking News

কবিতা :আমার বোন




কলমেঃসোহাগ দাস


আমার একটা বোন আছে 

একটু একটু হাসে

সেই বোনটা আমায় যে

বড্ড ভালোবাসে।

একটু খানি বকা দিলে 

অভিমান করে, 

আবার সে কথা কয় 

কিছুক্ষন পরে। 

সেই বোনটা সারাক্ষন 

থাকতো হৃদয় জুড়ে,

সেই বোনটার বিয়ে হয়েছে 

এখন থাকে দূরে।

No comments