কবিতাঃফুল বর্ষণ
মধুমঞ্জুরী মাধবীলতা
যে নামেই ডাকো না কেন
অপরাজিতার নীলেই হবো বিলীন
গোলাপের সুবাসিত সৌরভে
যাবো হারিয়ে
রঙিন বাগান বিলাসে।
শরৎ আকাশ সাজবে যখন
ধবল মেঘমেদুর হয়ে
কমলা বোঁটায় শুভ্র শিউলিরা ঝরবে তখন আমার উঠোন জুড়ে
রক্তিম ঝুমকো জবা
লাজুক লতা বলবে হেসে
যাও তুমি হেমন্তের নীল অঞ্জনের কাছে।
দেব কাঞ্চনের রঙের সাথে
মিশে যাবে হৃদয়ের উচ্ছল উচ্ছাস
অদম্য কাশ ফুল হাওয়ায় দুলছে
বেগুনী সাদা কস্তরী দেখো ঐ খিলখিলিয়ে হাসছে ।
ঝলমলে রৌদ্রজ্জ্বল দুপুরে
টগর দোলন চাপা শুভ্রতা মেখে
সিঁথির সিঁদুর গাঁদার রঙে
করেছে রঙিন!
ভয় নেই ডালিয়া চামেলি
আর কাঠগোলাপ
রূপের পসরা সাজিয়েছে দেখো রমনীর এলোকেশে!!
বেলীগুচ্ছ শ্বেত শুভ্রতায় সুতোর বুনোনে শোভা দিচ্ছে
হাত আর গলে!
রজনীগন্ধার সুবাসে মোহিত
নারী পুরুষ
নাগচাপা আর নাগলিঙ্গমের
দেখো কত ভাব !
যেন কত চেনা কত আপন
নাগের নামেই।
হোক আজি ফুল বর্ষণ
ফুলেল সাজে ভারী বর্ষণের
নির্ঘুম রজনী শেষে আসবে
এক নতুন বিভাবরি
কোজাগরীর জ্যোৎস্নালোক নিয়ে।
ফুল বর্ষণ
---সাবেরা
No comments